নওগাঁ সদর উপজেলায় ফসলি জমির কেটে অবৈধভাবে পুকুর খনন করার দায়ে ছয়জনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; যা অনাদায়ে তাদের তিন মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ডিসি মিডিয়া সেলে উপজেলা নির্বাহী অফিসার রবিন শীষের দেওয়া তথ্য,২৯ শে জানুয়ারী সোমবার দুপুরে উপজেলায় শৈলগাছী ইউনিয়নের পারবাকাপুর গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. শওকত মেহেদী সেতু।
দণ্ড পাওয়ারা হলেন- ট্রাক্টর চালক আকাশ, আমিন, রাজু, রায়হান, নিরব ও ভেকু চালক রনি।
নির্বাহী হাকিম শওকত মেহেদী জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে পুকুর খনন কাজ করছে। তবে অভিযানের খবর পেয়ে পুকুর খননের সঙ্গে জড়িতরা পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে থেকে আটক পাঁচজন ট্রাক্টরচালক ও এক ভেকু চালকের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১২ এর আওতায় আলাদা দুটি মামলা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে তাদেরকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম।