মমিন আজাদ স্টাফ রিপোটার ।। বিগত কয়েক বছরের তুলনায় চলতি বছরে শীতের প্রকব তুলনা মূলক বেশি । গত কয়েকদিনের তীব্র শীতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন । শীতার্ত এ সব অসহায় মানুষের মাঝে কিছুটা উষ্ণতা দিতে হাত বাড়িয়েছে পাক্ষিক পত্রিকার নীলফামারী কন্ঠ ।
আজ শুক্রবার পাক্ষিক নীলফামারী কন্ঠ পত্রিকার নিবাহী সম্পাদক মোঃ হুমায়ন কবির সরকার এর উদ্যোগে নিজ কার্যালয় তিনশত শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন।
কম্বল নিতে এসেছেন রহিমা (৫০)তিনি বলেন, শেষ বয়সে মানুষের বাড়িতে কাজ যা পাই সেটা দিয়ে চলি। কম্বল কেনার টাকা জোটে না। কম্বলটা পেয়ে ভালোই হইল।
যে জার বায় হাত-পাও কাঁপেছে। এই জারত হামার এলাকার ছাওয়া হুমায়ন হামাক কম্বল দিছে , সৃষ্টিকর্তা ওর ভালো করিবে। কম্বল পেয়ে নিজের অনূভুতি এভাবেই প্রকাশ করেছিলেন হালিমা(৬০) নামের এক বৃদ্ধা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন , নীলফামারী কন্ঠ পত্রিকার স্টাফ রিপোটার আব্দুর রহমান সরকার , নীলফামারী কন্ঠ সৈয়দপুর উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার রংপুর ব্যুরো মোকছেদুল ইসলাম পারভেজ,আমার বাতা পত্রিকার , সৈয়দপুর প্রতিনিধি আকাসাদৌলা আকাশ ।
হুমায়ন কবির সরকার বলেন এই শীতে গ্রামাঞ্চলে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাদের কথা চিন্তা করে আজকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সমাজের যারা বিত্তবান আছেন তাদের সকলের উচিত এই মানুষগুলোর পাশে থাকা।