মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরের কৃতিসন্তান। সিরাজগঞ্জ জেলা ও পাবনা জেলায় গরিবের ডাক্তার নামে পরিচিত ও গণমানুষের ডাক্তার। ডাঃ ইউনুস আলী খান স্বরণে ৪ র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা প্রদান করা হয়। শাহজাদপুর পৌরসভার আন্ধারকোটা পাড়ায় ডাঃ ইউনুস আলী খান এর নিজ বাস ভবনে এই মেডিকেল চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গত( ৮ ও ৯ জুন) শুরুতে তার পরিবারের পক্ষ থেকে ডাক্তার ইউনুস আলী খান সাহেবের জন্য দোয়ার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডাক্তার ইউনুস আলী খান সাহেবের স্ত্রী ও মেয়ে। এসময় আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী। ও অত্র এলাকার সুনামধন্য শিক্ষক চন্দন বসাক। ডাক্তার ইউনুস আলী খান ফাউন্ডেশন ও ডাক্তার ইউনুস আলী খান স্মৃতি ক্লাবের আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন, ডাক্তার সৌমিত বসাক ( রাজিব) ও ডাক্তার এনামুল হক। ডাক্তার ইউনুস আলী খানের বাসায় রোগীদের ভিড় দেখা যায়। এসময় রোগীদের জিজ্ঞাসা করা হলে তারা বলেন, আমরা ফ্রি ডাক্তার দেখাতে পেরে অনেক খুশি। ডাক্তার ইউনুস আলী খান সাহেবের জন্য দোয়া করব। এসময় তার দ্বিতীয় মেয়ে বলেন, আমরা যেন আমার বাবার মৃত্যুবার্ষিকী প্রতি বছর করতে পারি এজন্য সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।