দ্বীন ইসলাম
ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি থাকা সত্ত্বেও প্রতিনিয়তই রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশী নাগরিকসহ রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে প্রবেশ করছে।
একই ভাবে শুক্রবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর নজর এড়িয়ে দুই মহিলা সহ পাঁচজন পুরুষ রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে রাজ্যে প্রবেশ করার পর আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশ ও বিএসএফের হাতে পাকড়াও হয়।
জানা যায়, শুক্রবার দুপুরে আমতলী থানার পুলিশ গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার পুলিশ এবং নিশ্চিন্তপুর ক্যাম্পের বিএসএফ এর সহযোগিতায় আমতলী থানার ওসি স্মৃতিকান্ত বর্ধনের নেতৃত্বে আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে দুইজন মহিলা এবং পাঁচজন পুরুষ রোহিঙ্গা নাগরিককে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা রোহিঙ্গা নাগরিক এবং অবৈধভাবে তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। তবে আমতলী থানার পুলিশ তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তাদেরকে অবৈধভাবে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করিয়ে দেওয়ার পেছনে কারা যুক্ত রয়েছে।
শুক্রবার রাতে আমতলী থানার ওসি স্মৃতি কান্ত বন্ধন সাংবাদিকদের জানিয়েছেন আটককৃত সাতজন রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত হয়েছে এবং শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।