ইসমাইল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি;
ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবি পুলিশ অভিযান করে এক মানব পাচারকারীর চক্রের সদস্য গ্রেপ্তার করেছ। গ্রেপ্তার কৃতের নাম জামাল উদ্দিন-সে ফুলপুর থানা চোট শুনই গ্রামের নজর মাহমুদের ছেলে। জামাল উদ্দিনের নামে ফুলপুর থানায় মামলা হয়েছে। জামাল উদ্দিন ফুলপুর থানা এলাকার অসংখ্য লোজকনকে উচ্চ বেতনে এবং ভাল চাকুরী দেয়ার প্রলোভনে ফেলে সৌদি পাঠানোর নামে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা সুকৌশলে হাতিয়ে নিয়েছেন বলে তথ্য সুত্রে প্রকাশ এবং সৌদিতে লোক পাঠালে, তারা সে খানে মানবেতর জীবন যাপন করছেন । গ্রেপ্তার কৃত জামাল উদ্দিন প্রাথমিক পুলিশী জিজ্ঞাসাবাদে তার অপরাধের দায় স্বীকার করেছে। উক্ত ঘটনা থানা একটি মামলা হয়েছে। যারা নং-০৯-১২ ই জুলাই ২০২০, ধারা-মানব পাচার প্রতিরোধ, দমন আইন ২০১২এর ৬ (২)/ ৭/৮ (২) মতে রেকর্ড হয়।
Leave a Reply