আনোয়ার হোসেন আন্নু:
শুক্রবার জুমার নামাজে গিয়ে ভোট ও দোয়া চেয়েছেন সাভার পৌর মেয়র পদপ্রার্থী ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম। এ সময় তিনি সাভারবাসীর কাছে নানা প্রতিশ্রুতি দেন।
বিএনপি’র মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম জুমার নামাজ আদায় করেন সাভার পৌরসভার ৩নং ওয়ার্ড জ্বালেশ্বর জামে মসজিদে।এ সময় নামাজ আদায় করতে আসা মানুষের সামনে দাঁড়িয়ে তিনি স্মার্ট পৌরসভা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, সাভার পৌরসভা আজ নানা সমস্যায় জর্জরিত। বর্জ্য, অপরিকল্পিত উন্নয়ন, নানা সমস্যায় আবর্তিত আজ সাভারবাসী।এর মধ্য দিয়েই এবারের নির্বাচনে অংশ নিয়েছি, সাভারবাসী আমার উপর আস্থা রেখে আমাকে যেন ভোট দিবে, ইনশাল্লাহ যদি জয়লাভ করি, তাহলে সাভারবাসীকে আধুনিক-স্মার্ট পৌরসভা উপহার দেব। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত পরিবেশসম্মত পৌরসভা গড়ে তুলব।
এসময় নিজের আগের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি কয়েক বছর সাভার পৌরসভার কাউন্সিলর ছিলাম, স্থানীয় সরকারের প্রতিষ্ঠান চালানোর মতো অভিজ্ঞতা আমার রয়েছে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাভারবাসীকে সঙ্গে নিয়েই সব উন্নয়ন করা হবে।
তিনি আরো বলেন, আমার পরিবার সবসময় জনগণের পাশে ছিল। তিনি আওয়ামীলীগ জোট সরকারের আমলে নানান বঞ্চনার শিকার হয়েছেন। আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। আপনাদের সেবা করতে চাই। আমি সাভার পৌরসভার নয়টি ওয়ার্ডের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। আমাদের বিএনপির সহ-পরিবার কল্যাণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু এর দিকনির্দেশনায় আমি নয়টি ওয়ার্ডকে গড়ে তুলতে চাই। আমি আপনাদের সন্তান। আপনারা আমাকে নির্বাচিত করে সুযোগ করে দিন আপনাদের সেবার জন্য। নয়টি ওয়ার্ডে কোন সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ,মাদক ব্যবসায় করতে দেওয়া হবে না। কোন ভুমিদস্যুর স্থান নয়টি ওয়ার্ডে হবে না।