রাসেল চৌধুরী
ঢাকের তালে উৎসবের আমেজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানিয়েছেন চট্টগ্রামের সনাতনী ধর্মাবলম্বীরা।পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয় আজ রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে।
পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষ হয়। সৈকতে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে সাগরে প্রতিমা নিরঞ্জন করা হয়।
এসময় তেল—সিঁদুর পরিয়ে, পান, মিষ্টি মুখে দিয়ে দেবীকে বিদায় জানাতে পতেঙ্গা সৈকতে ভিড় করেন ভক্তরা।
প্রতিমা বিসর্জেনে ঢাকের তালে উৎসবের আমেজ যেমন ছিল, তেমনি ছিল দেবীকে বিদায় জানানোর বেদনাও।
বিসর্জন অনুষ্ঠানে নিরাপত্তার জন্য পতেঙ্গা সৈকতে কঠোর অবস্থানে ছিল পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব, কোস্ট গার্ড, পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
‘এখন মাছ-মুরগির চেয়ে সবজির দাম বেশি’‘এখন মাছ-মুরগির চেয়ে সবজির দাম বেশি’
পতেঙ্গা সৈকতে ছাড়াও নগরের পাথরঘাটা গঙ্গাবাড়ি এলাকায় কর্ণফুলীতে, কালুরঘাট এলাকায়, কাট্টলী রানী রাসমনি ঘাটেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। এছাড়া আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতসহ চট্টগ্রাম জেলা বিভিন্ন উপজেলায় নদী বা পুকুরে বিসর্জন দেওয়া হয় প্রতিমা।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি বলেন, ‘আজ রবিবার দুপুর ১২ থেকে পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয়। বিকাল ৪টার দিকে আনুষ্ঠানিকতা শেষ হয়। নগরের ১৬ থানার তিন শতাধিক প্রতিমা সৈকতে বিসর্জন দেওয়া হয়। প্রসঙ্গত, চলতি বছর চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে ২ হাজার ৪৫৮টি মণ্ডপে।