রাঙামাটি প্রতিনিধিঃ
মারমা লিবারেশন পার্টির (এমএলপি) সশস্ত্র ও সন্ত্রাসী তৎপরাতায় অতিষ্ট রাঙামাটির রাজস্থলী এলাকার জনগণ। চাদাঁবাজি ও সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মগ পার্টির সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজস্থলীতে বিক্ষোভ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।খোঁজ নিয়ে জানা যায়, ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, সন্ত্রাসী হামলা ও সাধারণ জনগণ জিম্মি করছে বলে জানান স্থানীয়রা। ১০ থেকে ১২ ব্যবসায়ী ও সাধারণ মানুষ গত ১মাসে মগ পার্টির হামলার স্বীকার হয়েছেন বলেও জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানিয়েছে, গত বুধবার রাজস্থলীর সাপ্তাহিক হাটে গেলে মাহিন্দ্রা চালক কালাম ও ক্ষুদ্র ক্যকসায়ী মঈনুল নামের ২ব্যক্তি মগ পার্টির হামলায় গুরুতর আহত হন। আহত কালাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিচিকৎসাধীন আছেন বলেও জানিয়েছে স্থানীয়রা।
জানা যায়, এর আগে গত ২০আগস্ট মগ পার্টির হামলায় এক ব্যবসায়ী আহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজস্থলীর বাঙালহালিয়ায় সন্ত্রাসীদের একটি আস্তানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় লোকজনের সঙ্গে তিনি কথা বলেছেন। স্থানীয়রা প্রশাসনের নিকট নিরাপত্তা চান। স্থানীয়দের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।