
তাজ চৌধুরী, দিনাজপুর ব্যুরো।
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গ্রামের ৬ বছরের এক শিশু শাহীদুল পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১৩ই জুলাই সোমবার সকাল আনুমানিক ১১ টার দিকে।
স্থানীয় সুত্রে যানা যায়,উপজেলার ১২ নং আলোকডিহি গ্রামের বেগ পাড়ার শহিদুল ইসলামের পুত্র শাহিদুল ইসলাম সহ বেশ কয়েকটি শিশু বাড়ীর সামনের পুকুরে গোসল করতে নামে এবং পানির নীচে শ্বাস বন্ধ করে কতক্ষন থাকতে পারবে মনে প্রতিযোগীতা শুরু করে।
এর পরেই ঘটে বিপত্তি শাহীদুল পুকুরে ডুব দিলে আর উঠতে পারেনি, তাকে দেখতে না পেয়ে সঙ্গে থাকা খেলার সাথীরা চিৎকার শুরু করলে আসে পাশের লোকজন এগিয়ে আসে পুকুরে খোজা খুজি করার পর তার মৃতদেহ উদ্ধার করে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply