1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
জমজম তুরাগ টাওয়ারের নামে সরকারী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ 
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমাদের সব শেষ হয়ে গেছে -আসিফ মাহমুদ সজিব ভূইয়া উলিপুরে ছাত্রলীগ নেতা সিদ্দিকুর গ্রেফতার পাইকগাছার রাড়ুলীর বেড়িবাঁধ দ্রুত সংস্কার, খাল খনন ও সুইচগেট নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত হলো নবজাগরণের স্বাক্ষর কর্মশালা উলিপুরে জাঁকজমক পূর্ণ ভাবে খ্রীস্টধর্মালম্বীদের বড়দিন উৎসব পালন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা রবিন খান পশ্চিম ছাত্রদলের সভাপতি মনোনীত চকরিয়ায় ইটভাটা গুলো গিলে খাচ্ছে পাহাড় ও বন রহস্যজনক কারণে নিরব প্রশাসন পাইকগাছায় ৩১৪কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও ৪২ কেজি কারেন্ট জাল জব্দ দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি -শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

জমজম তুরাগ টাওয়ারের নামে সরকারী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১০.৫৪ এএম
  • ৬০ বার পঠিত
প্রধান প্রতিবেদক:
জমজম তুরাগ টাওয়ারের নামে সরকারী জমি দখল করে বহুতল ভবন নির্মাণ এবং সরকারী জমি দখল করার অভিযোগ করেছেন তোরাব আলী নামে জনৈক এক ব্যক্তি,তিনি ভূমি সহকারি রাজস্ব বরাবর  অভিযোগ করেন।
রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকার কাজীফুরী কাঁচাবাজার জামে মসজিদের সামনে সরকারি জায়গায় জমজম তুরাগ টাওয়ার সাইনবোর্ড টানিয়ে পাকা স্থাপনা নির্মাণ করছেন।কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় কিছুদিন আগেই বহুতল ভবনের পাইলিং এর কাজ শেষ করেছেন।এই বিষয়ে জমজম তুরাগ টাওয়ারের সভাপতি  জনাব ইসমাইল হোসেনের সঙ্গে কথা হলে তিনি  দৈনিক সূর্যোদয়কে বলেন, এই জমি তারা ক্রয় করেছেন তবে কতটুকু জানেন না অভিযোগে বলা আছে ২৮ শতাংশ জমিতে স্থাপন হচ্ছে জমজম তুরাগ টাওয়ার।কাগজে-কলমে ১৭ কাটা থেকে বাইশ কাটা নিলেও তৈরি হচ্ছে ২৮ কাটা জমির উপরে।সরকারি জায়গায় কিভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন জানতে চাইলে, তিনি প্রথমে ব্যাক্তি মালিকানা জায়গা হিসেবে দাবি করেন।
এক পর্যায়ে তিনি পানি উন্নয়ন বোর্ডের জায়গা বলে স্বীকার করে নেন এবং বলেন পানি উন্নয়ন বোর্ডের নিকট থেকে তাদের লিজ দিয়েছে, লিজের কাগজ আছে কিনা জানতে চাইলে জমজম তুরাগ টাওয়ার এর সভাপতি বলেন ভূমি কর্মকর্তা জমি মাপ করে রিপোর্ট দিয়ে গেছে বলে জানান তবে রিপোর্টটি দেখাত অপারগতা প্রকাশ করেন।
আরো চমকপ্রদ তথ্য হলো সরকারি জমিতে কখনই রাজউক অনুমোদন করে না সাইনবোর্ড অথচ ঝুলিয়ে রাখছেন রাজউক অনুমোদিত।
সরেজমিনে গিয়ে আরও জানা যায় বিগত সরকারের অর্থ যোগানদাতারাই জমজম টাওয়ারের মালিক।
রাজউকের একজন কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি দৈনিক সূর্যোদয় কে বলেন এ ধরনের কোন তথ্য তার কাছে নাই যদি কেউ এই ধরনের সাইনবোর্ড ব্যবহার করে রাজউকের নির্দিষ্ট সাইনবোর্ড ছাড়া তাহলে অবশ্যই সেটা অপরাধ,তার জন্য রাজউক অবস্থা আইনগত ব্যবস্থা নেবে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তিরা বলেন, তাদের ক্ষমতার জোরে সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছে অথচ সবাই নীরব, কেউ যেন কিছু দেখেনি ।
দীর্ঘদিন ধরে ওখানে কুঁড়েঘর বানিয়ে বাস করা তোরাব আলী ওরফে কালু মিয়া বলেন, আমি পিছনের জায়গা ভাড়া নিয়ে দীর্ঘ সাত বছর এখানে আছি, গাড়ি পার্কিংয়ের ব্যবসা করি । সরকারী জায়গায় তারা কিভাবে পাকা স্থাপনা নির্মাণ করে এটা আমি বুঝি না । আমার ধারণা স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজশে তারা পাকা স্থাপনা নির্মাণ করছেন ।
খোকন নামে আরো একজন ব্যক্তি বলেন, জমজম তুরাগ টাওয়ার পিছনে জমি কিনে, সামনের সরকারি জায়গা দখল করে নিয়েছেন।সরকারী জায়গায় স্থাপনা নির্মাণ করা, আইনত দণ্ডনীয় অপরাধ । তারপরও তারা প্রভাবশালী বলে হয়তো এ স্থাপনা তৈরি করতে পারছেন ।
এবিষয়ে ভূমি কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
পাকা স্থাপনা নির্মাণ সম্পর্কিত বিষয়ে জানতে চাইলে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকা,পওর বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গা কাউকে লিজ দেওয়া হয় নাই।যে বলেছে সম্পূর্ণ মিথ্যা বলেছে, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি বলে জানান ।
তিনি আরো বলেন অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য ৫৩০০ জনের একটি তালিকা দেওয়া আছে, আমরা অচিরেই উচ্ছেদ অভিযান শুরু করব ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews