শফিকুল ইসলামঃ
সিরাজগন্জের তাড়াশে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ১২ বিঘা জমির ভুট্টার গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক মোঃ আবু সাঈম উদ্দিন। উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুরিয়া মৌজায় এ ঘটনা ঘটেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হামকুরিয়া খাঁনপাড়া গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আবু সাঈম উদ্দিন ওয়ারিশ সূত্রে পাওয়া ১২ বিঘা জমি দীর্ঘদিন ধরে ফসলী আবাদ করে আসছেন। কিন্তু সম্প্রতি সময় হামকুরিয়া গ্রামের প্রভাবশালী মোঃ আলাউদ্দিন (৫৫), মোঃ নবিরুদ্দিন (৪০), মোঃ ওমর আলী (৪৫), মোঃ মগর আলী (৪২), মোঃ জিল্লার হোসেন (৩৫), মোঃ জাকিরুল (৩০) ও মোঃ তারিকুল ইসলাম শফি (৪২) জোপূর্বক ভাবে ভোগদখলের জন্য পায়তারা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। যা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার ভোরে আলাউদ্দিন গং ১২ বিঘা জমিতে আবাদ করা ৪০ দিনের ভুট্টার গাছ কেটে বাড়িতে নিয়ে যান। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাঈম উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুর পর জমিতে গিয়ে দেখি আমার আবাদ করা ১২ বিঘা জমির সবগুলো ভুট্টার গাছ কেটে নিয়ে গেছে। আমি ঋণ করে আবাদ করেছিলাম। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি এর উপযুক্ত বিচার চাই।
প্রত্যক্ষদর্শী হামকুরিয়া গ্রামের মোঃ রহমত আলী বলেন, ভোরে এসে দেখি আলাউদ্দিনসহ কয়েকজন মিলে কাচি দিয়ে ভুট্টার গাছগুলো কেটে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। এসময় বাঁধা দিলে আমাকে দেখে নেওয়ার হুমকি দেন।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মোঃ আলাউদ্দিন ও মোঃ নবিরুদ্দিনের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। তাঁদের মোবাইল ফোনটিও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে লিখিত অভিযোগ পাওয়া বিষয় নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োাজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..