![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
ইসমাইল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের অর্থায়নে আগামী কাল ১৫ জুলাই ২০২০ ইং রোজ বুধবার নিম্নের ৩ টি রাস্তার এইচ বিবি করণ কজের শুভ উদ্বোধন করবেন। উক্ত
রাস্তা,১। বিরুনীয়া কুল্লাব পাকা রাস্তা হইতে পাইলাব বকসী ব্রিজ পর্যন্ত রাস্তা এইচবিবি করণ। সময়- সকাল ১০ঃ ৩০ মিনিট। ২। ধীতপুর কাচারি ঘাট হইতে ধীতপুর নামাপাড়া পর্যন্ত রাস্তা এইচবিবি করণ। সময়- দুপুর ১২ঃ ৩০ মিনিট ও ৩। ধীতপুর নজ্জা কান্দা পাকা রাস্তার মাথা হইতে পানি হাদী চৌরাস্তা পর্যন্ত রাস্তা এইচবিবি করণ। সময়- সকাল দুপুর ১ ঘটিকা।
রাস্তা উদ্ধোধন উপলক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,স্ব,স্ব,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সকলকে নেত্রী বৃন্দ এবং গণমাধ্যমে কর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন ।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..
Leave a Reply