
আনোয়ার হোসেন আন্নু
সাভারে মনসুর আলম নামে এক দুবাইপ্রবাসীকে অপহরণের পর আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে নারীসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) সকালে সাভার পৌর এলাকার নামাগেন্ডা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় অপহরণকারীদের কবল থেকে ওই প্রবাসীকে উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মারুফ হোসেন (৩৪) আরিফ হোসেন (২৮) ও লাভলী আক্তার (২৯)।
পুলিশ জানিয়েছে, মনসুর আলমের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানার ছেছুরিয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে দুবাই থেকে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ওই প্রতিষ্ঠানে কাজ করতেন লাভলী আক্তার। সেই পরিচয়ের সূত্রে ৯ মাস আগে মনসুর আলমের কাছ থেকে ৬৫ হাজার টাকা ধার নিয়ে লাভলী দেশে চলে আসেন।
মনসুর আলম বলেন, গত ২৬ জানুয়ারি আমি দেশে ফিরে লাভলীর সঙ্গে যোগাযোগ করি। তিনি টাকার জন্য আমাকে সাভারের ব্যাংকটাউন আসতে বলেন। তাঁকে বিশ্বাস করে ১২ মার্চ ব্যাংকটাউন এলে লাভলীসহ অন্যরা আমাকে কৌশলে অপহরণ করে পাশের নামাগেন্ডা এলাকার একটি বাড়িতে নিয়ে যান। এ সময় তাঁরা আমার পকেটে থাকা ৭২ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর তাঁরা আমাকে ওই বাড়িতে আটকে রেখে আমার পরিবারের কাছে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করতে থাকেন। পরিবার থেকে টাকা দিতে গড়িমসি করায় তাঁরা আমার ওপর নির্যাতন চালাতে থাকেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, অপহৃত প্রবাসীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে আজ সকালে অভিযান চালানো হয়। এ সময় অপহৃত প্রবাসীকে উদ্ধারের পাশাপাশি এক নারীসহ তিন অপহরণকারীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply