
রকসী সিকদার চট্টগ্রাম……..
কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির পালের আক্রমণে শিকার হয়ে এক দিনমজুরের মৃত্যু হয় বলে জানা যায়।
আজ সোমবার( ১৪ এপ্রিল) রাত ১ টার দিকে তামাক চুল্লিতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে,মধ্যম সুরাজপুর মরহুম আবুল খায়ের মাস্টার এর বাড়ির সামনে বন্য হাতির পালের সামনে পড়লে আব্দুল করিম কে আক্রমণ করে।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে আব্দুল করিম মৃত্যু বরণ করে।নিহত আব্দুল করিম উপজেলার দক্ষিণ সুরাজপুর ৯ নাম্বার ওয়ার্ড এর বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে আব্দুল করিম,(৩৮)নিহত আব্দুল করিম পেশায় দিনমজুর বলে জানা যায়।এবিষয়ে ফাঁসিয়া হালি রেঞ্জ অফিসার মেহরাজের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা খবর পাওয়ার সাথে ঘটনা স্থলে বিট অফিসার কে পাঠিয়েছি,রাতে কাজ করে বাড়ি ফেরার পথে হাতির আক্রমণের শিকার হয় জানা যায় নিহত আব্দুল করিম, তিনি পেশায় দিনমজুর বলে জানা যায়। ক্ষতিগ্রস্ত পরিবার লিখিত আবেদন করলে তদন্ত সাপেক্ষে আমরা সহায়তা করার জন্য চেষ্টা থাকবে। ঘটনা টি আমার মানিক পুর বিট এলাকায় ঘটে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply