গোল মার্ক করা ব্যাক্তি ইসমাইল হোসেন বিদুৎ, সে বিগত আওয়ামীলিগের সময়ে তার নিজের অফিসকে ছাত্র ছাত্রলীগের শাখা অফিস বানিয়ে প্রতিদিনে তীতুমির কলেজের নেতা রাসেল, সবুজ সহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে নিজ কক্ষে শাখা অফিস বানিয়ে প্রভাব বিস্তার করে গেছেন।রাসেলদের টেন্ডারবাজীতে সহযোগিতা করেছেন।এবং বিএনপির দলীয় ঠিকাদারদের ভবন থেকে বের করে দিতেন।তার বিরুদ্ধে বিএনপির পেশাজীবীদের নেতার যোগ্য ফার্ম থাকার পরেও আওয়ামী নতুন অযোগ্য ফার্মকে কয়েক কোটি টাকার কাজ দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আছে।০৫ আগষ্ট পরবর্তী পরে ডিজির কাছে অভিযোগ করলে আপাতত সেই কার্য্যদেশের কাজ স্থগিত রাখা হয়েছে।সেই ব্যক্তিই সে এখন পেশাজীবীদের নেতা ইঞ্জিনিয়ার রিয়াজুর রহমান রিজু ভাই,আমার দেশের মাহমুদুর রহমান মাহমুদূর ভাইয়ের সাথে ফটোসেশান করে এখন বিএনপির নেতা সেজে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন।
পুর্বের পদবী ডিপিডি ব্রীজ কালভার্ট,বর্তমান পদবী ডিডি। ডিডি পদে তার অটো পদায়ন হইলেও সে সেই পদে না যাওয়ার জন্য তালবাহানা করেছে।
ঠিক সাইক্লোন প্রজেক্টে এপিডি থাকাকালীনে তাকে ডিআরও পদে পদায়ন করলেও ঢাকার বাহিরে সেই পদে যোগদান করতে চাননি এবং অনেক পরে করে আবারও একমাস পর ভবনে ডিপিডি হিসাবে যোগদান করেছেন আওয়ামী প্রভাব খাটিয়ে
Leave a Reply