মোঃ সাইফুল ইসলাম
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিছ বিদেশী স্বর্ণের বার সহ ১ চোরা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৯ এপ্রিল মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৯ ঘটিকার দিকে কোতোয়ালী থানার এস আই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর কোতোয়ালী থানাধীন ফলমন্ডী বসুধা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হাটহাজারী উত্তর মাদার্শা এলাকার মৃত জহির আহমেদের পুত্র নুরুল ইসলাম চৌধুরী (৬৩)।
এ ব্যাপারে কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ পিছ বিদেশী স্বর্ণের বার সহ নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্বর্নগুলো বাংলাদেশ সরকারকে শুল্ক ফাকি দিয়ে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের মামলা রুজু করা হয়েছে এবং স্বর্ণের বার গুলো জব্দ করা হয়েছে।
Leave a Reply