মোঃ দ্বীন ইসলাম
বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের উত্তর মাদলা গুচ্ছগ্রামে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সাকিব মিয়া (১৮)। তিনি পুরাতন গুচ্ছগ্রামের বাসিন্দা কৃষক মোতালেব মিয়ার ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সাকিব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী।
ঘটনাটি ঘটে শনিবার (৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, এলাকার কিছু লোক তাকে কাজের কথা বলে ঘর থেকে নিয়ে যায়,পরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে সকলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পরে তাকে ঢাকা পপুলার হসপিটালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার সাথে আরেক জন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে,
জানা যায়, সাকিব সীমান্ত দিয়ে চোরাইপথে মোটরসাইকেল আনতে গিয়েছিলেন। এ সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়। তবে নিহতের পরিবারের দাবি, তিনি গরু আনতে গিয়েছিলেন এবং বিএসএফ বিনা উস্কানিতে গুলি চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। বিজিবির পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছে।
সীমান্তে এ ধরনের প্রাণঘাতী ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
Leave a Reply