আসমা আহম্মেদঃ
রংপুরের গঙ্গাচড়ায় বন্যা পরবর্তী পরিস্থিতি ও তিস্তা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। শনিবার (১৮ জুলাই ) বিকেলে উপজেলার কোলকোন্দ ও লক্ষ্মীটারী ইউনিয়নের চরাঞ্চলের বন্যা কবলিত এলাকা ও তিস্তা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবীর, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা বেগম ,উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার , কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব আলী রাজু, লক্ষীটারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী । এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ও গনমাধ্যম কর্মী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১০ জুলাই কয়েকদিনের ভারি বর্ষন ও উজানের পাহাড়ি ঢলের কারনে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হয়। এছাড়াও উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাধ ভেঙ্গে বিনবিনা সহ লক্ষ্মীটারি ইউনিয়নের ইছলি ও বাগেরহাট এলাকার কয়েক হাজার লোক পানি বন্দী হয়ে পড়ে। পানি কমার সাথে সাথে বিভিন্ন জায়গায় ভাঙ্গন দেখা দেয়।