আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষ রোপন কর্মসুচী শুরু হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই। “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাভার উপজেলা পরিষদ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছেন
বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা চত্বরে এ বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। বৃক্ষ রোপন কর্মসুচীতে এসময় সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে বৃক্ষ রোপন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সবাইকে পরিবেশের ভারসম্য রক্ষায় একটি করে গাছ লাগার পরামর্শ দেন। এসময় তিনি পাঁচ শতাধিক বিভিন্ন গাছের চারা বিতরণ করেন সবার মাঝে। এছাড়া বৃক্ষ রোপন কর্মসুচীতে এসময় সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, আলহাজ্ব আনোয়ার হোসেন, পারভেজ দেওয়ান, সোহেল রানা, শাহাবুদ্দিন, সাইফুল, সুজন, উপস্থিত ছিলেন।