রেখা মনি রংপুর
রংপুর নগরীর সেবা হাসপাতালে অভিযান চালিয়েছে R A B। এ সময় হাসপাতালের মালিক, ভুয়া চিকিৎসক রফিকুল ইসলামকে অবৈধ কাগজপত্র সহ আটক করা হয়। সিলগালা করা হয়েছে ধাপ এলাকার অবস্থিত এই হাসপাতালটি। বৃহস্পতিবার (২৩জুলাই) বেলা ৩:১৫ মিনিটের দিকে R A B ১৩ অভিযান চালিয়েছে। এতে রংপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে। অভিযোগ উঠেছে সেবা হাসপাতালের মালিক রফিকুল ইসলাম চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছছিলেন।
হাসপাতালটিতে রোগীদের হয়রানি, বেশি করে টাকা আদায় করাসহ নানা ভাবে সেখানে প্রতারণা করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালায় R A B । অভিযানে আটক রফিকুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা সহ অনাদায়ে ৩ মাসের জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিনা জাহান। এসময় বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতালটি সিলগালা করা হয়। এসময় R A B ১৩ এর কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান জানান,সেবা হাসপাতালটির মালিক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক দাবি করে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছে। একই সাথে ওই ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করা হয়।