শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি ঃ
পটুয়াখালী পৌর শহরের শুক্রবার সকালে ফটিকের খেয়াঘাট সাউথ কিং আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে পিংকি (২৪) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।
হোটেল সূত্রে জানা যায়, ৩ দিন আগে স্বামী স্ত্রীর পরিচয়ে হোটেল রেজিস্টারে নাম ঠিকানা উল্লেখ করে পিংকি (২৪) ও রাহাত (৩০) নামের এক যুবক খুলনা খালিশপুর তাদের বাড়ির ঠিকানা উল্লেখ করে হোটেলের ৯০৩ নম্বর কক্ষে অবস্থান করছিল।
স্বামী পরিচয় রাহাত জানায়, শুক্রবার সকাল ৮ টার দিকে নাস্তা আনতে বাহিরে যান তিনি। নাস্তা নিয়ে ফিরে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজার একটি ছিদ্র দিয়ে দেখতে পায় পিংকি ফ্যানের সাথে ঝুলছে। পরে রাহাত হোটেল কর্তৃপক্ষকে জানালে হোটেল কর্তৃপক্ষ পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে পিংকির ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। মর্গে পাঠায় পুলিশ।
পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আকতার মোর্শেদ জানান, ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস লাগিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তার সাথে থাকা স্বামী পরিচয়ে রাহাতকে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাবে না।