করোনা ভাইরাস জয় করে পাটগ্রাম থানার ওসি কর্মস্থলে যোগদান করে আবারো কাজে ফিরেছেন।তিনি পঁচিশ দিন পর করোনাকে জয় করে আবারও কাজে যোগ দিয়েছেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত গত ২৯ জুন করোনার লক্ষণ দেখা দিলে তিনি হোম কোয়ারেন্টাইনে চলে যান এবং ৩০ জুন নমুনা স্যাম্পল দেন এরপর করোনা রিপোর্ট পজিটিভ রেজাল্ট আসলে তিনি হোম আইসোলোশনে থেকে চিকিৎসা নেন । প্রায় মাসখানেক হোম আইসোলোশনে চিকিৎসা নিয়ে তিনি করোনা ভাইরাস থেকে মুক্তি পান এবং গত ২৪ জুলাই করোনা রিপোর্ট নেগেটিভ আসলে শনিবার ২৫.০৭.২০২০ ইং থানায় আবারও কাজ শুরু করেন। গত কাল রাতে তিনি থানা চত্বরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ একটি সালিশি বৈঠক করছিলেন। তাঁর এ রোগ মুক্তিতে তিনি সকল প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন পরম করুনাময় সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ও মা,বাবা, শ্বশুড়,শ্বাশুড়ি,ভাই,বোন,আত্মীয় স্বজন, সিনিয়র স্যার, সহকর্মী,বন্ধু,বান্ধব, চিকিৎসক, সাংবাদিকসহ সকল শুভাকাঙ্খীর আশির্বাদে দোয়ায় প্রাণঘাতী করোনা ভাইরাস এর কবল থেকে সহধর্মীনিসহ মুক্তিলাভ করে দীর্ঘ পঁচিশ দিন কর্মস্থলে যোগদান করলাম। তিনি পাটগ্রামবাসীর উদ্দেশ্য বলেন ভয়ংকর করোনা সংক্রমন থেকে নিজেকে রক্ষা করতে হলে সর্বোচ্চ সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।