বুধবার(২৯ জুলাই) দুপুরে পৌরসভার হল রুম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভ স্ট্রিমিং করে মেয়র মাসুদ পারভেজ এ বাজেট ঘোষণা করেন।
১০৬ কোটি ৭৬ লাখ ৩৯ হাজার ৫১৬ টাকার পৌরসভার এ বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ৩১৭ টাকা ৪৯ পয়সা, ব্যয় ৪ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৯৮ কোটি ৯৬ লাখ ১৫ হাজার ১৩ টাকা ও উন্নয়ন ব্যয় ৯৮ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৮৮৩ টাকা। মূলধনের হিসেবে ওই বাজেটে আয় ২ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ১৮৫ ও ব্যয় ৮৫ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৬৩২ টাকা ।
“উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ’র এ বাজেটোত্তর সংবাদ সম্মেলনে মেয়র মাসুদ পারভেজ সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন। তিনি বলেন, দ্রুত বর্ধিষ্ণু জনবসতির কারণে রাস্তাঘাট, জলাবদ্ধতা নিরসনে ড্রেন, সড়ক বাতি নির্মাণ এবং পৌর এলাকার নদী শাসনসহ জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে গুরুত্ব দেয়া হয়েছে।
এসময় মেয়র মাসুদ পারভেজের সাথে প্যানেল মেয়র হুমায়ুন কবির, পৌর কাউন্সিলর আমজাদ হোসেন ভূঁইয়া, সচিব মনিরুজ্জামান, সহকারি প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..