টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন,মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী আবদুল মোতালেব।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। সবাইকে ঈদ মোবারক ও ঈদুল আযহার শুভেচ্ছা।
তিনি সবাইকে ঈদ শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানানোর পাশাপাশি পরস্পরের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন,এবার এমন সময় ঈদ উদযাপিত হচ্ছে, যখন সারা বিশ্বের সাথে সাথে দেশেও করোনার মহামারী চলছে।তাছাড়াও সাম্প্রতিক বন্যায় দেশের অনেক মানুষ এখন পানি বন্দী। অনেকেরই কুরবানী দেয়ার সামর্থ্য হবেনা।তাই যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী একে অপরের প্রতি সহানুভূতি দেখানোর অনুরোধ জানান এবং করোনার সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে সচেতন থেকে সরকারি বিধিনিষেধ অনুযায়ী চলার আহ্বান জানান।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..