ময়মনসিংহ ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানীকে অবশেষ তার পদ থেকে সাময়িক বরখাস্ত করেন। বরখাস্তে,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন,সমবায় মন্ত্রণালয়ের বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে হয়েছে। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল প্রজ্ঞাপন জারীর বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলার মেদুয়ারী ইউনিয়ন চেয়ারম্যান জেসমিন নাহার রানী ভিজিএফের ২ শ”জনের কার্ডধারীর চাল গুদাম থেকে উত্তোলনের পর বিতরণ না করে ডিলার ও দফাদারের যোগসাজশে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করার কারণে মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকায় তাকে সাময়িক বরখাস্ত করেন। উক্ত ঘটনা তখন বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। কৃত বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা করে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য বিশেষ বরাদ্দে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে। মামলায় উপজেলার মেদুয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেসমিন নাহার রানী ও আলী আকবর দফাদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করেন । পুলিশ ইউপি, চেয়ারম্যান জেসমিন নাহার রানী ও আলী আকবর দফাদারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। দফাদারের স্বীকারোক্তিতে পুলিশ নূরু ডিলার কে গ্রেপ্তার করেন। ভালুকা
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল বলেন,চেয়ারম্যান জেসমিন নাহার রানীকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় -প্রজ্ঞাপন জারীর করে এবং এই প্রথম জেসমিন নাহার রানী চেয়ারম্যান বরখাস্ত হলেন। এ ঘটনা ধরা খেয়েছে বলে জেলহাজতে গিয়েছে। কিন্তু অধর অবস্থায় ৯ নং কাচিনা ইউনিয়নের চেয়ারম্যান সুকৌশলে ঈদ সামগ্রীর মালা মালা একাধিক কার্ড ডিলারদের মাধ্যমে ছেড়ে দিয়েছে- ওসব মাল বিভিন্ন লোকের মাধ্যমে তুলে নিয়েছে ডিলার সদস্য। এই কৌশলের চুরের বিচার হওয়া আবশ্যক।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..
[…] ইসমাইল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি: […]