দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে বড় ভাই আব্দুস সালাম (৫৩) খুন হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সদরের পুলহাট হামজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালাম পুলহাট হামজাপুর গ্রামের মৃত বদু মোহাম্মদের ছেলে।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (৫ আগস্ট) রাতে পাঁচ বোন ও চার ভাই তাদের বাবার অবর্তমানে জমিজমা ভাগ ভাটোয়ারা নিয়ে বৈঠক বসেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিনাজপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।