আনোয়ার হোসেন আন্নু:
সাভারে বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্ম দিবস উপলক্ষে ঢাকার সাভারে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা সাভার এর যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় সাভার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী বিনা প্রমুখ সহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব এসময় বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব এক সংগ্রামী মায়ের নাম! বঙ্গবন্ধুকে ছাড়া যেমন বাংলার অস্তিত্ব অসম্ভব, তেমনি মুজিবের অস্তিত্বে বেগম ফজিলাতুন্নেছা নিহায়েত কম নয়। বঙ্গবন্ধু দীর্ঘ আপোষহীন লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ধীরে ধীরে শুধুমাত্র বাঙালি জাতির পিতাই নন, বিশ্ব বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। আর এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁরই সহধর্মিণী, মহিয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তাঁর প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন বেগম মুজিব। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহিয়সী নারী, বাঙালির সকল লড়াই, সংগ্রাম, আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী। আজ আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাঁর বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি।
এর আগে বিটিভি ওয়ার্ল্ড এর মাধ্যমে সরাসরি সম্প্রচারিত বঙ্গমাতার জন্মদিবসে মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠান দেখেন উপস্থিত সকলে। পরে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রসঙ্গত, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সপরিবারে খুনিচক্রের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন।