সোহেল রানা, গলাচিপা,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের ১নং ওয়ার্ডের ফিরোজ মাতুব্বরের মেয়ে মোসাঃফাতিমা আক্তার।গিলাবাড়িয়া গ্রামের ৫নং ওয়ার্ডের মো মন্টু মেম্বারের ছেলে মোঃশাকিব। তারা দুজনে দীর্ঘ দিন যাবৎ প্রেম করে আসছিলো।প্রেমের গভীরতায় তাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়।যার ফলশ্রুতিতে মেয়েটি অন্তস্বত্তা হয়।মেয়ের শারীরিক পরিবর্তন দেখা গেলে ৮ই আগষ্ট তাকে মেডিকেল পরীক্ষা করে দেখেন মেয়ে ৪ মাসের অন্তস্বত্তা।মানুষের মুখে এ কথা শুনে ছেলের বাবা পারিবারিক ভাবে বৈঠক করে মিলন মাতুব্বরের নেতৃত্বে রবিবার রাতে বিবাহ সম্পন্ন করেন।এই বিষয় বকুল বাড়িয়া চেয়ারম্যান কাছে জানতে চাইলে চেয়ারম্যান বলেন,আমি ভালো জানিনা।