মোঃ আনিছুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠির নলছিটিতে ৯০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ । সোমবার (১০ আগস্ট ) দুপুরে তাদের আটক করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি ইকবাল বাহার খানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক এনামুল হোসেন,পুলিশ পরিদর্শক মাঈন উদ্দিন,এএসআই শিমুল চন্দ্র রায়,রিপন খান, জালিস মাহমুদ,কনেষ্টবল হুমায়ুন,দীপক চন্দ্র শীল, শাহিন খান ও নারী কনেস্টবল তানিয়া আক্তারসহ নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত ব্যক্তিরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার মৃত বজলুল হক এর ছেলে আরমান হক রাজা (৪০) ) এবং পূর্ব চাঁদকাঠীর জাহিদ তালুকদার এর স্ত্রী তানিয়া আক্তার (২৫)। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি সূত্রে জানা যায় , আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে। আটককৃদের বিরুদ্ধে নলছিটি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply