নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের শিবেরহাট করতোয়া নদীর পানিতে পড়ে শ্রেনীঃ বুলেন রায় (৪৫) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছে।নিখোঁজ ব্যক্তি দেবীগঞ্জ উপজেলার শিবেরহাট দাশপাড়া বাসিন্দা সোমবার সকাল ৯:৩০ মিনিটে এঘটনা ঘটে। স্থানীয় কয়একজন বাসিন্দার কাছে জানা যায় শ্রী বুলেন রায় ও তার ছেলে ডিজেন রায় কে সঙ্গে করে গরু মাঠে চরানোর জন্য প্রস্তুতি নিয়ে এক পর্যায়ে বুলেন রায় নদীর মাঝখানে গরুর লিঙ্গোর ধরে যায়। পরে শ্রী বুলেন রায় হঠাৎ করে লিঙ্গোর ছেরে দেয় সাতার না জানায় পানিতে পড়ে নিখোঁজ হয়। এ খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিসের সহযোগিতায় ও রংপুর ডুবুরি দল উদ্ধার অভিযানে নামেন। এ রিপোর্ট লেখার সময় রাত ৮টা পর্যন্ত খুঁজেও বৃদ্ধাটির সন্ধান পায়নি তারা। পরে উদ্ধার অভিযান বন্ধ রাখেন ডুবুরিরা। এ ঘটনায় বোদা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সোমবার সকাল ৯:৩০ টার দিকে ঐ বৃদ্ধা নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নদীতে পানির ব্যাপক স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যার্থ হয়েছে।তবে উদ্ধার অভিযান রাতে আপাতত স্থগিত রাখা হয়েছে। দেবীগঞ্জ থানা পুলিশের কনস্টেবল ক্ষিতেন বলেন আমরা পুলিশ কর্মকর্তাও ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ সবাই মিলে অভিযান চালিয়েছি শেষ পর্যায়ে নিখোঁজ বৃদ্ধা ব্যক্তিকে উদ্ধার করতে ব্যার্থ হয়েছি।