1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
জ্যোতিষীর কথায় নাম পাল্টেছেন যে আট তারকারা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি প্রনয়ন,বিদ্যুৎ ও জ্বালানিখাত সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতির নিন্ম আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর জেল হাজতে প্রেরন ফুলবাড়িতে যথাযথ মর্যাদায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত বাসে উঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র সাইন্সল্যাব এলাকা আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম পুঠিয়ায় সাথী ক্লিনিককে ১০ হাজার জরিমানা, সাংবাদিকের হুমকি নড়াইলে মদ্যপানে ১স্কুল ছাত্রীর মৃত্যু,আরও ১ জন হাসপাতালে ভর্তি রাজশাহীতে গোপনে মৃত ব্যাক্তির জমি বিক্রয়ের অভিযোগ

জ্যোতিষীর কথায় নাম পাল্টেছেন যে আট তারকারা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ৯.৫৫ এএম
  • ২১৯ বার পঠিত

বিনোদন ডেস্ক: গ্ল্যামার দুনিয়ায় টিকে থাকতে অনেকেই অনেক কিছু করে থাকেন। কারো আবার দশ আঙুলে আংটি দশ রকমের। কেউ আবার জ্যোতিষীর কথা শুনে ভাগ্য ফেরাতে পিতৃদত্ত নাম-পদবিও পাল্টে ফেলেছেন অনেকে।

চলুন জেনে নেয়া যায় এমনই কয়েকজন তারকার নাম-

রানি মুখার্জি
বলিউডের অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রীদের একজন রানি মুখার্জি। কিন্তু পর পর বেশ কয়েকটি ছবি ফ্লপ করার পর, নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। সেইসময় জ্যোতিষীর পরামর্শে ইংরেজিতে পদবি লেখার সময় Mukherjee-র বদলে Mukerjee লিখতে শুরু করেন।

আয়ুষ্মান খুরানা
ছবি বাছার সময় ষষ্ঠ ইন্দ্রিয়ের উপর ভরসা করেন আয়ুষ্মান। কিন্তু সাফল্যের জন্য চোখ বন্ধ করে ভরসা করেন জ্যোতিষীকে। সংখ্যাতত্ত্ব মেনে ইংরেজিতে নিজের পুরো নাম Ayushaman Khurana-র বদলে Ayushmann Khurrana লিখতে শুরু করেছেন।

কারিশ্মা কাপুর
‘শো ম্যান’ রাজ কাপুরের নাতনি তিনি। সাফল্য পেতে তেমন কষ্ট করতে হয়নি। কিন্তু ব্যক্তিগত জীবনে কম ঝড়-ঝাপটা সইতে হয়নি তাকে। তারপর থেকে অভিনয়েও তেমন সুযোগ পাননি। জ্যোতিষীর পরামর্শ মেনে তাই ইংরেজিতে নিজের নাম থেকে ‘h’ বাদ দিয়েছেন তিনি।

রাজকুমার রাও
বর্তমান প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান অভিনেতা বলে পরিচিত রাজকুমার। কিন্তু অনেক ঝড় ঝাপটা সয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি এবং তাতে সাহায্য নিয়েছেন জ্যোতিষীরও। তবে নামের অক্ষরে হেরফের ঘটাননি তিনি, বরং নিজের পদবি পাল্টে যাদব থেকে রাও করে নিয়েছেন।

সুনীল শেট্টি
ক্যারিয়ারের মধ্যগগণে থাকার সময় ইংরেজিতে নিজের নাম Sunil Shetty-ই লিখতেন তিনি। তবে বেশ কয়েক বছর বলিউড থেকে গায়েব থাকার পর নতুন করে অভিনয়ে ফিরেছেন। তার আগে জ্যোতিষীর পরামর্শে নিজের নামের বানান পাল্টে Suniel করে নিয়েছেন তিনি।

তুষার কাপুর
বলিউডে শুরুটা ভালই করেছিলেন জিতেন্দ্র-পুত্র। কিন্তু একের পর এক ব্যর্থতায় নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন। তখন সংখ্যাতত্ত্ব মেনে নিজের নাম পাল্টে Tushar থেকে Tusshar করে নেন তিনি। কিন্তু তাতেও ভাগ্য খুব একটা পাল্টায়নি। বরং এখন শুধুমাত্র পার্শ্ব চরিত্রেই দেখা যায় তাকে।

বিবেক ওবেরয়
তাকে নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু সলমন খানের সঙ্গে ঝামেলা পাকিয়ে নিজেই নিজের পায়ে কুড়ুল মারেন। জ্যোতিষীর পরামর্শে ইংরেজিতে নামের বানান Vivek থেকে Viveik করে নেন। তবে তাতেও পরিস্থিতি খুব একটা পাল্টায়নি।

অধ্যয়ন সুমন
ঢাকঢোল পিটিয়েই বলিউডে ডেবিউ হয়েছিল শেখর সুমনের ছেলে অধ্যয়নের। তবে অভিনয়ের চেয়ে কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্ক নিয়েই খবরে ছিলেন তিনি। সেই সম্পর্কে ইতি পড়ার সঙ্গে সঙ্গেই বলিউড থেকে গায়েব হয়ে যান অধ্যয়ন। ইংরেজিতে নামের বানান পাল্টে Adhyayan থেকে Adhyan করেছিলেন বটে। তবে লাভ হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews