রংপুর সিটি প্রতিনিধিঃ
সাংবাদিকের উপর পুলিশী হামলার ঘটনার ১৩ দিনেও দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় সোমবার দুপুর ১২টায় কাচারী বাজার এলাকায় মানববন্ধন করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)।
দু’ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচী দিলে এর দায়ভার মেট্রোপুলিশকে নিতে হবে।
রংপুর টিসিএ এর সভাপতি শাহ নেওয়াজ জনির সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বিভিন্ন সাংবাদিক সংগঠনে নেতৃবৃন্দরা। মানববন্ধন শেষে টিসিএ’র নেতৃবৃন্দরা রংপুর সিটি মেয়র এর কাছে স্মারকলিপি প্রদান করেন। এতে রংপুরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
Leave a Reply