সিলেট নগরের বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। আগামী ১ জানুয়ারি থেকে নগরের গুরুত্বপূর্ণ এই সড়কে রিকশা, ঠেলাগাড়ি ও ভ্যান চলাচল বন্ধ হয়ে যাবে।
নগরে এমন সিদ্ধান্তের কথা উল্লেখ করে মাইকিং করা হয়েছে।
এতদিন বন্দরবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কটি ওয়ানওয়ে থাকলেও সম্প্রতি সড়কের মাঝে বিভাজক স্থাপন করা হয়েছে। বর্তমানে এই সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধণের কাজ চলছে। এই সড়কে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, সরকারি মহিলা কলেজ, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া নগরের প্রধান প্রধান মার্কেট ও বিপণী বিতানগুলোও জিন্দাবাজারসহ আশপাশের এলাকায় অবস্থিত।
সিসিক সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে
চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। সড়কের দুই পাশের স্থাপনা ভেঙ্গে সম্প্রসারিত হয় সড়ক। সংস্কার করা হয় সড়কের দুই পাশের ড্রেন ও ফুটপাত। সম্প্রসারণের পর সড়কের মাঝখানে ডিভাইডার বসিয়ে দুই পাশ দিয়ে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী গণমাধ্যমকে বলেন, এটি একটি ব্যতিক্রমী সড়ক হতে যাচ্ছে। এ লক্ষেই রিকশা চলাচল বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply