রোস্তম আলী: রংপুর
২১ ফেব্রুয়ারি রবিবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জে হানিফ পরিবহন বাসের ধাক্কায় এক যুবক নিহত এবং তিন যাত্রী আহত হয়েছে।
জানা যায়, রবিবার পীরগঞ্জের তছির উদ্দিন কোল্ডস্টোরের কাছে হানিফ পরিবহনের বাস একটি যাত্রীবাহী অটো ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাকিব (১৮) নামে এক যুবক নিহত হন। এ সময় নিহত সাকিবের ছোট ভাই ও তার মা এবং অটো চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় একটি যাত্রীবাহী অটো দুমড়ে মুছড়ে যায়। এ সময় অটোতে থাকা সাকিব নামের এক যুবক নিহত হয়েছে। আহত তিনজনকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷
Leave a Reply