আশুলিয়ায় বগাবাড়ী এলাকা থেকে মলম পাটি ও ছিনাতাইকারী চক্রের মূল হোতাসহ গ্ৰেফতার ০৪
স্টাফ রিপোর্টার মোঃ বাবুল শেখঃ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বগাবাড়ী এলাকায় চেতনা নাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে ছিনাতাইকারী চক্রের মূল হোতা মোঃ মাসুদ রানা (৩৫)’সহ চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪।
গত ১১ মার্চ ২০২৫ তারিখ রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাগাবাড়ী বাজারস্থ এলাকায় চেতনা নাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে এক ব্যাক্তিকে ছিনতাই করার চেষ্টা করে। ভিকটিম মফিজ শেখ ঢাকা জেলার আশুলিয়া থানার গাজীর চট এলাকার বাসিন্দা। তিনি ফুটপাতে দোকান করে জীবিকা নির্বাহ করে । উক্ত দিনে কাজ শেষে বগাবাড়ী বাস স্ট্যান্ড এলাকায় শান্তা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পৌছালে ছিনতাইকারী দালের ০৪ জন সদস্য তাকে ঘিরে ধরে এবং জোর করে চেতনা নাশক ঔষধ মিশ্রিত চা সদৃশ্য খাওয়ানোর চেষ্টা করে,
উক্ত ব্যাক্তির সন্দেহ হলে তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হয় এবং ইতিমধ্যে চলমান র্যাব টহল ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় ভিকটিম র্যাবের সহায়তা প্রার্থনা করলে র্যাব সদস্যরা স্থানীয় লোকের সহায়তায় ছিনাতাইকারীদের আটক করে। তাদের তল্লাশী করলে তাদের পরিহিত প্যান্টের পকেট হতে চেতনা নাশক ঔষধ সদৃশ্য ৪.৯ গ্রাম, একটি বোতলে চা সদৃশ্য দ্রব্য এবং ছিনতাইকারী দলের মূল হোতা সহ নিম্নোক্ত ০৪ জন সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয়:
গ্ৰেফতারকৃতরা হলোঃ নেত্রকোনা জেলার মোঃ মাসুদ রানা (৩৫), কুড়িগ্রাম জেলার মোঃ বিপ্লব (২৫), ময়মনসিংহ জেলার মোঃ আল আমিন শেখ (২৫), জামালপুর জেলার জহির (৪৪),
র্যাব-জানায়,গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, তারা দীর্ঘদিন হতে ঢাকা ও আশুলিয়ার আশে পাশে চেতনা নাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে জনগনের নিকট হতে মূলবান দ্রব্য সামগ্রী ছিনতাই করে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ১১ মার্চ ২০২৫ ইং তারিখ রাত ২১.০০ ঘটিকার সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক ভিকটিম মফিজ শেখকে লক্ষ্য করে এবং তাদের সুবিধা জনক স্থানে ভিকটিম পৌছালে তাকে তারা ঘিরে ধরে জোর পূর্বক চেতনা নাশক ঔষধ মিশ্রিত চা সদৃশ্য খাওয়ানোর চেষ্টা করে কিন্তু ভিকটিম সচেতন থাকার কারনে তার সন্দেহ হলে সে চিৎকার করে আশে পাশের লোকজন জড়ো করে এবং র্যাবের ভাসমান টহল পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যাওয়ার সময় র্যাবের সহায়তা প্রার্থনা করে। ফলে ঘটনাস্থলে উপস্থিত র্যাব সদস্যরা তাদের আটক করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy