প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৫:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ১২:০০ পি.এম
টেকনাফের নিখোঁজ বিজিবি সদস্য বেলালের মরদেহ উদ্ধার।

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টার সময় নৌকাডুবির ঘটনায়
নিখোঁজ বিজিবি সদস্য মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর রোববার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত পয়েন্ট দিয়ে মৃতদেহটি উদ্ধার করে আনা হয় বলে জানা যায়। গত শুক্রবার মধ্যরাতে রোহিঙ্গাবহনকারী ট্রলার ডুবির ঘটনার পর থেকে বিজিবির এক সদস্য সহ নিখোঁজদের সন্ধানে বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও সাগরে নিরবিচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালায়।
এক পর্যায়ে রবিবার সকালে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত থেকে অদূরবর্তী সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখা গেলে।পরে কোস্টগার্ড ও বিজিবির আভিযানিক দলের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে।পরে লাশ টি গাড়ি যোগে বিজিবি নিয়ে যান বলে জানান যায়। বিজিবি সদস্য বেলাল শাহপরীরদ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।
টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন শাহপরীরদ্বীপের অদূরবর্তী সাগর থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ বিজিবি সদস্য বেলালের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পরে লাশটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy