মোঃ সাইফুল ইসলাম
চট্টগ্রামের বাঁশখালী থানাধীন পুইছড়ি এলাকায় ৩ হাজার পিস ইয়াবা সহ ১ মাদক কারবারি কে গ্রেফতার এবং মাদক পরিবহন কাজে নিয়োজিত ১টি মোটর সাইকল জব্দ করেছে পুলিশ।
৪মে রবিবার সকাল অনুমান ১১:০০ ঘটিকার সময় বাঁশখালী থানার এসআই (নিঃ) মোঃ জামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া বাঁশখালী থানাধীন ১১নং পুইছড়ি ইউপির ১নং ওয়ার্ডের ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা রাস্তার উপর হইতে জনি নাথ(৩৯), নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেন। ধৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন কদলপুর, খলিলাবাদ, এলাকার জনৈক অনিল নাথের পুত্র। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে ৩০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে নিয়োজিত ০১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
বাশঁখালী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, এই সংক্রান্তে বাঁশখালী থানার মাদক মামলা নং-০৯, তারিখ-০৪/০৫/২০২৫ইং, ধারা-৩৬(১) সারণির ১০(খ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। ধৃত আসামীকে আদালতে প্রেরন করা হবে। মাদকের বিষয়ে জিরো টলারেন্স, এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি বাঁশখালী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy