প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ১১:৫৭ এ.এম
কুমিল্লা মহেশাঙ্গণে বাসন্তী উৎসব ৩ এপ্রিল থেকে শুরু

তাপস চন্দ্র সরকার,
কুমিল্লা
আসছে ৩ এপ্রিল বৃহস্পতিবার হতে ৭ এপ্রিল সোমবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী সারাদেশের ন্যায় কুমিল্লা মহেশাঙ্গণ নাট মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের যৌথ আয়োজনে শ্রী শ্রী বাসন্তী উৎসব অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে প্রথম দিন ৩ এপ্রিল বৃহস্পতিবার ষষ্ঠী তিথিতে সায়ংকালে শ্রী শ্রী বাসন্তী দেবীর আমন্ত্রণাধিবাস।
দ্বিতীয় দিন ৪ এপ্রিল শুক্রবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী বাসন্তী দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ, সপ্তমী বিহিত পূজা প্রশস্তা (দেবী দোলায় আগমন) এবং রাতে শ্রী শ্রী কালী মায়ের পূজা।
তৃতীয় দিন ৫ এপ্রিল শনিবার অষ্টমী তিথিতে শ্রী শ্রী বাসন্তী দেবীর অষ্টমী বিহিত পূজা প্রশস্তা এবং মধ্যরাতে সন্ধিপূজা। এছাড়াও শনিবার দুপুরবেলা উৎসবে আগত পূজারি ও দর্শনাথীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।
চতুর্থ দিন ৬ এপ্রিল রবিবার নবমী তিথিতে শ্রী শ্রী বাসন্তী দেবীর নবমী বিহিত পূজা প্রশস্তা।
পঞ্চম দিন ৭ এপ্রিল সোমবার দশমী তিথিতে শ্রী শ্রী বাসন্তী দেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা এবং বিজয়া দশমী কৃত্যম্ (দেবী গজে গমন)। এছাড়াও প্রতিদিন সকাল ১১টায় পুষ্পাঞ্জলি প্রদান এবং সন্ধ্যায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান।
এদিকে, আসছে ১৫ এপ্রিল মঙ্গলবার মহেশাঙ্গণে শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের যৌথ আয়োজনে শ্রী শ্রী গণেশ পূজা অনুষ্ঠিত হবে।
ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকল সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি, সহযোগিতা ও সহানুভূতি একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy