বিশেষ প্রতিনিধি
দ্বীন ইসলাম
ধর্ষণের চেষ্টা ও মারামারির অভিযোগ করতে গেলে অভিযোগ না নিয়ে বরং ৫০ হাজার টাকা চেয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এমন অভিযোগ এনে ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী তাহমিনা আক্তার ।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি আরো জানায়
, ধর্ষণের চেষ্টা ও মারামারির অভিযোগ করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ধর্ষণ ও মারামারি বিষয়টি কি পারিবারিকভাবে দামাচাপা দেবার জন্য চাপ প্রয়োগ করেন। এ সময় তিনি সরাসরি মাদক ব্যবসায়ী ডাকাত সদস্যের পক্ষ নিয়ে হয়রানির চেষ্টা করে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহনে প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী তাহমিনা আক্তার।
আরো জানান।
Leave a Reply