প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ১২:৩৯ পি.এম
কক্সবাজারের ঈদগাঁওতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু।

রকসী সিকদার......
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বাহার ছড়ার মজা খাল থেকে তিন শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা।তারা তিন জন মিলে দুপুরের দিকে খালে শাক তুলতে গেলে সন্ধ্যা গড়িয়ে গেলেও ফিরে না আসায় রাতে অভিভাবসহ স্থানীয়রা খুঁজতে বের হলে খালের পানিতে তিন শিশুর মৃত্যু দেহ ভাসমান অবস্থায় দেখে।পরে সেখান থেকে শিশু তিনটির মৃত্যু দেহ উদ্ধার করেন তারা।
পানিতে পড়ে মৃত্যু শিশু তিনটি পূর্ব বাহার ছড়া ৬ নাম্বার ওয়ার্ড়ের একই এলাকার ইউসুফ নবীর শিশুকন্যা আছমাউল হুছনা প্রকাশ রিয়া মনি (১০),মনজুর আলমের শিশু কন্যা মরিয়ম(৯) এবং জাফর আলমের শিশু কন্যা তসলিমা (৯),এবিষয়ে স্থানীয় সূত্র জানা যায় দুপুরে মেয়ে তিন টি খালে খেলা করে শাক তুলতে গেলে সন্ধ্যার পারেও কোন খোঁজ খবর না পাওয়া, রাতে সবাই খোঁজতে বাহির হলে তাদের মৃত্যু দেহ পাওয়া যায় খালের পানিতে।
শিশু তিনটি একই এলাকার। এবিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মছিউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আনুমানিক রাত ৮টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আলমগির তাজ জনি ফোন করে জানালে আমরা সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হই।পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি,
লাশের সুরতহাল করা হয়েছে এবং এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy