মোঃ সাইফুল ইসলাম
সড়কে দুর্ঘটনা রোধ, সড়কে অনাকাঙ্খিত মৃত্যু, যানজট থেকে পরিত্রানের লক্ষ্যে, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কোন প্রকার "থ্রি-হুইলার সিএনজি অটোরিকশা, ব্যাটারী চালিত অটোরিকশা, পাওয়ার ভ্যান অটো ভ্যান চলবে না, চালানো যাবে না" মর্মে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ গাড়ী নিয়ে মাইকিং করেন।
১৪ মার্চ (শুক্রবার) সকাল ১০ ঘটিকা হতে দুপুর ১টা পর্যন্ত চন্দনাইশ, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চুনতি জাঙ্গালিয়া এলাকায় " দোহাজারী হাইওয়ে থানা পুলিশের গাড়ীতে এ মাইকিং করা হয়। মাইকিং এর সাধারন আম জনতাকে সচেতন করা হচ্ছে, এতে বলা হচ্ছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সড়ক দুর্ঘটনা এড়াতে মহাসড়কে সকল প্রকার থ্রি হুইলার চালানো সম্পুর্ন নিষেধ, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভরঞ্জন চাকমা বলেন, মহাসড়কে থ্রি হুইলার চালানোর উপর সরকারী নিষেধাজ্ঞা রয়েছে, মহাসড়কে থ্রি হুইলার, অটোরিক্সা পাওয়ার ভ্যান গুলো চলাচলের কারনে রাস্তায় যানজট সহ প্রতিনিয়ত ৫/৭ দুর্ঘটনায় প্রানহানীর ঘটনা ঘটছে, তাছাড়া রমজান মাসে সাধারন মানুষ যাতে নির্বিঘ্নে ঈদ শপিং করতে পারে, সেজন্য মাইকিং করা হচ্ছে এবং পরবর্তীতে আইন অমান্য কারী চালকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ও তিনি জানান।
উল্লেখ যে, গতকাল ১৩ মার্চ দোহাজারী বাস ষ্টেশনে পুরবী পরিবহনের একটি বাস একটি অটোরিক্সাকে পিছন থেকে স্বজোরে ধাক্কা দেয় এতে একিই পরিবারের দুই সহোদর ভাই বোন, দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও অটো চালক ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় অটোরিক্সার অপর যাত্রী স্কুল ছাত্রী তুসিন এখনও পর্যন্ত চমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনার আকস্মিকতায় বিক্ষুব্ধ জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন যার কারনে প্রায় ৩০/৪০ মিনিট যান চলাচল ব্যাহত হয় পরে দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা বিপুল সংখ্যক পুলিশ সমেত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করেন
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy