
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন পবিত্র ঈদুল ফিতর যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যানজট নিরসনকল্পে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বকর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ঢাকা) রাফিউল আলম।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার ও কল্যাণ বিষয়ক সম্পাদক ঢাকা ১৯ আসনের সাবেক এমপি ডাঃ সালাউদ্দিন বাবু, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জারিফ, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল সরকার,সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী শাহাদাত হোসেন, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা মহাসড়কে অবৈধভাবে ফুটপাতে অস্থায়ী দোকানপাট , রেন্ট-এ কার, অটোরিকশার দৌরাত্ম্য, ট্রাফিক ব্যবস্থার দূর্বলতা সহ যানজটের কারন চিহ্নিত করে সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত উদ্যোগের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের তাগিদ দেন। পরে স্থানীয় প্রশাসন এ সকল সমস্যা দূরীকরনের আশ্বাস দেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply