প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ১২:৪৭ পি.এম
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনে বাধা দেওয়ায় জীবন দিতে হলো এক পল্লী চিকিৎসককে।

রকসী সিকদার.........
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনে বাধা দেওয়ায় জীবন দিতে হয়েছে নুরুল হক (৫৩) নামের এক পল্লী চিকিৎসককে।জানা যায় সজীব বড়ুয়া নামের এক যুবক কে প্রকাশ্যে গাঁজা সেবনে নিষেধ করলে পল্লী চিকিৎসক কে কাচি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। সোমবার ইফতারের আগে লোহাগাড়ার কলাউজান কানুরাম বাজার এলাকায় নিহতের চেম্বারে এ ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান, সজিব বড়ুয়া নিহত পল্লী চিকিৎসক নুরুল হকের চেম্বারের পাশে টেইলার্সে বসে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলো।
পল্লী চিকিৎসক গাঁজার গন্ধ পেয়ে গাঁজা সেবনে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে সজিব বড়ুয়া (৩৫),পল্লী চিকিৎসক নুরুল হককে একপর্যায়ে মুখে কাঁচি দিয়ে এলোপাতাড়ি কোপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল হককে কে মৃত ঘোষণা করে।
এবিষয়ে খবর পাওয়ার সাথে সাথে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।এবিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িত সজিব বড়ুয়াকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy