তাপস চন্দ্র সরকার
কুমিল্লা ব্যুরো চীফ।।
রোববার (১৬ মার্চ) কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী পিলার নং ২৫৫ এর ৪০০ গজ অভ্যন্তর কৈখলা এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে সুলতানপুর বিজিবির আটক করে।
কুমিল্লা বুড়িচং উপজেলাধীন সুলতানপুর বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান জানান যে, রোববার সকাল সাড়ে ৮টায় সুলতানপুর ৬০ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালীন সময়ে ভারতীয় দুই নাগরিক পাসপোর্ট বিহীন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিজিবি আটক করে। পাসপোর্ট বিহীন ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।আটককৃতরা হলেন ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার কোনাবন গ্রামের ধীরেন্দ্র দেব বর্মের ছেলে সঞ্চিত দেব বর্ম (৩০) ও বিমল দেব বর্ম (২৩)।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy