প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১১:০০ এ.এম
কুমিল্লা লালমাই চণ্ডীমুড়া সেবাশ্রমে গীতা হোম যজ্ঞ ও শ্রী শ্রী চণ্ডী পাঠ মহোৎসব ৫ এপ্রিল

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
আসছে ৫ এপ্রিল শনিবারে কুমিল্লার লালমাই পাহাড়চূড়াস্থিত সপ্তম শতাব্দীতে প্রতিষ্ঠিত মহাতীর্থ শ্রী শ্রী চণ্ডিমুড়া সেবাশ্রম প্রাঙ্গণে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় শ্রী শ্রী বাসন্তী মহাষ্টমী উপলক্ষে ৫৫তম বাৎসরিক অখণ্ড গীতা হোম যজ্ঞ ও শ্রী শ্রী চণ্ডী পাঠ মহোৎসব অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে ৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় শুভ অধিবাস ও মঙ্গলঘট প্রতিষ্ঠা এবং রাত ৮টায় শ্রী শ্রী চণ্ডী মায়ের পূজা ও আরতি। পরদিন ৫ এপ্রিল শনিবার সকাল ৫টায় হতে যথাক্রমে দূতিয়া দিঘীর পুণ্য সলিলে পূর্ণাথীদের স্নান ও তর্পণ আরম্ভ। এরপর মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন, শ্রী শ্রী চণ্ডী পাঠ, বাল্যভোগ, অখণ্ড শ্রী শ্রী গীতা হোম যজ্ঞ, ভজন কীর্তন ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, রাজভোগ শেষে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং সবশেষে ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক গান। উল্লেখ যে, ৪ এপ্রিল শুক্রবার দিবাগত-রাত ২টা ৭ মিনিট ৪৭ সেকেন্ড গতে অষ্টমী আরম্ভ আর শেষ পরদিন ৫ এপ্রিল শনিবার দিবাগত-রাত ১২টা ৫১ মিনিট ৫০ সেকেন্ডে।
ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকলের উপস্থিতি, সার্বিক সহযোগিতা ও সহানুভূতি একান্তভাবে কামনা করেছেন উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy