
রকসী সিকদার ………
বান্দরবানের লামায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে একজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ সোমবার (২৪মার্চ) রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লাইনঝিরি এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায় এক এনজিওর কিস্তির
টাকা নিয়ে কিছু দিন ধরে টেনশনে ছিলো আমজাদ এবং এনজিওর ম্যানেজারের সাথেও কিছু দিন আগে কিস্তির টাকার জন্য কথা-কাটাকাটি হয়। হয়তো এই মানসিক টেনশনে আত্মহত্যা করেছে। গতকাল রাত ১০টা দিকে নিজের ঘরে ঘুমানোর জন্য ঢুকলে সেহরি খাবার জন্য ডাকলেও ওঠেনি। সকাল ৮ টার দিকে কাজে যাওয়ার জন্য ডাকলে ঘুরের ভেতর থেকে কোন সাড়া শব্দ না আসায় দরজা ভেঙে ঘরে ডুকলে আজাদের জুলন্ত লাশ দেখা যায়। পরে পুলিশ কে জানা হয়।নিহত আমজাদ হোসেন (৩০) লামা সদর ইউনিয়নের পশ্চিম লাইনঝিরি এলাকার মুক্তিযোদ্ধা মৃত রজ্জব আলীর ছেলে।এবিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোফাজ্জল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা খবর ৯টার দিকে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল যায় এবং ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি।প্রাথমিক কাজ গুলো শেষে করে ময়নাতদন্তের
জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হবে।প্রাথামিক ভাবে জানা যায় কিস্তির টাকা নিয়ে মানসিকভাবে টেনশনে ছিলো হয়তো এই জন্য আত্মহত্যা করতে পারে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply