অ্যারোস্পেস খাতে অংশীদার খুঁজছে বাংলাদেশ, তুরস্কের সঙ্গে পারস্পরিক লাভজনক সহায়তার দিকে নজর বাংলাদেশের।
‘অনাতালইয়া ডিপ্লোমেসি ফোরাম ২০২৫’-এর ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন টার্কিশ অ্যারোরোস্পেস ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও সিইও মেহমেত দেমিরওলুর সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, এবং উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
উভয় পক্ষ বাংলাদেশে বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নের জন্য প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা নিয়ে একমত হয়।
উপদেষ্টার আমন্ত্রণে, তুরস্ক হতে টার্কিশ অ্যারোস্পেসের সিইও এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে বলে সম্মতি দেয়, যাতে তারা এয়ারোস্পেস প্রযুক্তি খাতে বিদ্যমান সুযোগ ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করতে পারে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy