শাহিন আলম গোমস্তাপুর থেকেঃ
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, RAB-5, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ২২ নভেম্বর ২০২১ ইং তারিখ সন্ধ্যা ০৬:০০ ঘটিকা হইতে রাএী ০৮:১৫ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর কলেজ রোড বাজার এবং নুনগোলা বাসস্ট্যান্ড বাজারে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে, অসাধু কম্পিউটার ব্যবসায়ী পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করায়, কম্পিউটার মনিটর-০৫ টি, সিপিইউ-০৫ টি, কী-বোর্ড- ০৫ টি, মাউস- ০৫ টি, হার্ডডিক্স -০৫ টি, কম্পিউটার ক্যাবল-১৫ টি, এসএসডি কার্ড-০১ টি, কার্ড রিডার-০৬ টি, পেনড্রাইভ-০১ টি, মোবাইল সেট-০৬ টি, সীমকার্ড-১১ টি এবং মেমোরী কার্ড-০২ টি সহ আসামী ১। মোঃ তরিকুল ইসলাম@শাহীন (৩৮), পিতা-মোঃ লুৎফর রহমান, মাতা-মোছাঃ জুনিয়ারা বেগম, সাং-বাগদুয়ারপাড়া, ২। শেখ রিয়াদ মাহমুদ @সৈকত (৩৮), পিতা-মোঃ শেখ আলাউদ্দিন, মাতা- মোছাঃ রহিমা বেগম, ৩। মোঃ শহিদুল ইসলাম @বাবু(৩২), পিতা-মোঃ আব্দুল কাদের, মাতা-মোছাঃ সেরাফুল বেগম, উভয় সাং-ঝড়–বিশ্বাসপাড়া, ৪। মোঃ সাগর আলী (২০), পিতা-মৃত এমারত আলী, মাতা-মোছাঃ জোসনা বেগম, সাং-নুনগোলা বাসস্ট্যান্ড, ৫। মোঃ সেতাবুর রহমান@সেত্তাজ (৪৮), পিতা-মৃত মঞ্জুর হোসেন, মাতা-মোছাঃ কমেলা বেগম, সাং-উদয়নগর, সর্ব থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদের আটক করে। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।