ন্যায়ের পথে চলো সংগঠনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে যুবদল নেতা!
জয়পুরহাট জেলা, আক্কেলপুর উপজেলার,রায়কালী ইউনিয়নের মুঞ্জিয়া গ্রামের যুবদল নেতা মিজানুর রহমান সংগঠনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
তথ্যসূত্রে জানা গিয়েছে তিনি আওয়ামী সরকার থাকাকালীন ঢাকাতে গার্মেন্টসে জব করতেন। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতন হলে মিজানুর রহমান তার জবটি ছেড়ে দেন।
কিন্তু কেনই বা সে জবটি ছাড়লো? এবং ঢাকাতে জব ছেড়ে, কিছু না করে কিভাবে চলে তার সংসার, প্রশ্ন সাধারণ জনগণের ? (বাইট.............)
খুব গভীরে গিয়ে বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করলে বেরিয়ে আসে সব চাঞ্চল্যকর তথ্য।
মিজানুর রহমান মানুষের কাছ থেকে টাকা আদায় করে নেয়ার জন্য তৈরি করলেন এক আজব মেশিন!
"ন্যায়ের পথে চলো" নামে একটি সংগঠন তৈরি করেন মিজান। এই সংগঠনটি দ্বারা দাঁড়া গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর নাম করে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করেন এবং এই টাকা দিয়ে তিনি কি করেন সে কথা তিনি নিজেই এক আলোচনায় বলেন। (বাইট........)
তার গ্রামের এক খুদে সাংবাদিক এসব বিষয় নিয়ে প্রতিবাদ করলে তাকে ফোনের মাধ্যমে হুমকি দেন যুবদল নেতা মিজান (বাইট.......)
পরবর্তীতে সে ক্ষুদে সাংবাদিককে তিনি বলেন সবার কাছে সে যেন বলে এসব মিথ্যা কথা (বাইট......)
দেশে স্বৈরাচারী সরকার পতনের পর থেকে বিভিন্ন মানুষকে হুমকি দেওয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে অযথা যার তার বিরুদ্ধে বিভিন্ন হয়রানি মূলক মন্তব্য করেন এই মিজান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রায়কালী ইউনিয়নের দুস্থ এবং অসহায় পরিবারের জন্য ঈদ সামগ্রিক ক্রয় করতে "ন্যায়ের পথে চলো" ফাউন্ডেশন এলাকা থেকে টাকা তুলেছে, সে টাকা কি করা হলো সংগঠনের সদস্য জানতে চাইলে বা হিসাব চাইলে সে বিষয়টি এড়িয়ে যান যুবদল নেতা মিজান।
তথ্যসূত্রে জানা যায় কিছুদিন আগে "ন্যায়ের পথে চলো" গ্রুপের সদস্যদের সাথে মিজানুর রহমানের ঝামেলা হয় জনগণের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেন এমন বিষয় নিয়ে।
এসব বিষয়ে প্রতিবাদ করলে এক সদস্যকে হুমকি দেন মিজানুর (বাইট....)
এলাকাবাসীর কাছে গিয়ে তার নামে জানতে চাইলে তার বিরুদ্ধে নানান রকমের অপরাধ ও সমাজবিরোধী কাজের কথা উঠে আসে সাংবাদিকদের কাছে।
এলাকাবাসী চান তাকে আইনের আওতায় এনে সঠিক বিচার যেন কার্যকর করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy