প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৫:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৫, ১১:৫৪ এ.এম
সাভারের পুলিশের ওপর হামলা-মোটরসাইকেল ভাঙচুর একজন গ্রেপ্তার

আনোয়ার হোসেন আন্নু
সাভারে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। এ সময় ভাঙচুর করা হয়েছে পুলিশের যানবাহন।
এ ঘটনায় মোঃ নাসির (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোহাম্মদ নাসির শোভাপুর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুবাড়িয়া শোভাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
পুলিশ জানায়, সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে আসামি গ্রেফতার করতে গেলে উপস্থিত পুলিশ সদস্যদের “ভুয়া পুলিশ” আখ্যায়িত করে তাদের ঘেরাও করে রাখেন এলাকাবাসী। এক পর্যায়ে তাদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর করা হয় পুলিশের ৩টি মোটরসাইকেল। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় শিকার ওই পুলিশ সদস্যদের উদ্ধার করে সাভারে নিয়ে আসেন।
এছাড়া পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে ঘটনাস্থল থেকে মোঃ নাসির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy